ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৩:৩৭ এএম

বাজার স্থিতিশীল রাখতে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে : খাদ্য উপদেষ্টা

২২ ডিসেম্বর, ২০২৪ | ২:২ পিএম

বাজার স্থিতিশীল রাখতে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে : খাদ্য উপদেষ্টা

ছবি: সংগ্রহ

দাম বাড়লে ওএমএস, ভিজিডিসহ বিভিন্ন মাধ্যমে ধান-চাল সরবরাহ করে বাজারে দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান-চাল সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

শনিবার সিরাজগঞ্জ সার্কিট হাউসে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, "চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করছি।

 

সরকার নির্ধারিত মূল্যে ধান-চাল সরবরাহ করলে কৃষক ও মিলারদের লোকসানের সুযোগ থাকবে না, কারণ উৎপাদন খরচের সঙ্গে কিছু লাভ যুক্ত করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।" তিনি আরও জানান, আগামী মৌসুমে ধান-চালের দাম পুনরায় সমন্বয় করা হবে।

 

এছাড়া, রাজশাহী বিভাগের সার্বিক খাদ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আলোচনা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহেম্মদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং পুলিশ সুপার মো. ফারুক হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

 

সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলোকে আরো সুসংহত করার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

বাজার স্থিতিশীল রাখতে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে : খাদ্য উপদেষ্টা