ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৯:৫৫ এএম

বাজারে দেশি পেঁয়াজ দাম ৬০, ভারতীয় ৭০ টাকা

১১ জানুয়ারি, ২০২৫ | ১২:৮ পিএম

বাজারে দেশি পেঁয়াজ দাম ৬০, ভারতীয় ৭০ টাকা

ছবি: সংগ্রহ

মৌসুমের নতুন পেঁয়াজ ওঠায় রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজের প্রাচুর্য দেখা যাচ্ছে। এখন বাজারে ছোট, মাঝারি ও বড় সাইজের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছু দোকানে আমদানি করা ভারতীয় পেঁয়াজও পাওয়া যাচ্ছে। তবে দেশি পেঁয়াজের দাম আগের মতো অপরিবর্তিত থাকলেও ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।

 

 

রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারের পাইকারি ব্যবসায়ী খোরশেদ ঢাকা পোস্টকে জানান, কিছুদিন আগে বাজারে দেশি পেঁয়াজ আসতে শুরু করেছে, যার ফলে দাম কিছুটা কমেছে। মাসখানেক আগেও দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা কেজির ওপরে ছিল, তবে আজকের বাজারে পাবনার দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা এবং ভারতীয় বড় পেঁয়াজের দাম ৭০ টাকা কেজি।

 

 

অন্যদিকে, গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তার আগের সপ্তাহে দেশি পেঁয়াজ ৫০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে পাওয়া গেছে।

 

 

বাজারের আরেক পাইকারি ব্যবসায়ী রতন তালুকদার বলেন, "এবার দেশি পেঁয়াজে ভালো ফলন হয়েছে। তবে হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণে কৃষকরা উৎপাদনের তুলনায় ভালো দাম পাচ্ছেন না। যদিও দাম কিছুটা বেড়েছে, তবে এটা অন্যান্য সময়ের তুলনায় বেশি নয়।"

 

 

বাজার করতে আসা ক্রেতা জাহিদ আহসান জানান, "পেঁয়াজের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। প্রায় ২৫ দিন আগে পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজি দরে, আজকে এসে দেখি ৬০ টাকা। আসলে বাজারে হালচাল বুঝতে পারি না।"

 

 

এভাবে পেঁয়াজের দাম নিয়ে ঢাকার বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এক ধরণের অস্থিরতা দেখা যাচ্ছে, তবে সাধারণত পেঁয়াজের দাম ঋতু অনুযায়ী পরিবর্তিত হয়।

বাজারে দেশি পেঁয়াজ দাম ৬০, ভারতীয় ৭০ টাকা