ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৪ | ৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
বাজারে শীতের সবজির স্বস্তি কমলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
১৮ নভেম্বর, ২০২৪ | ৩:৩৯ পিএম
![বাজারে শীতের সবজির স্বস্তি কমলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/18/20241118153904_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি ফিরেছিল রাজধানীর বাজারগুলোতে। তবে কয়েক দিনের ব্যবধানে চাল, আলু, পেঁয়াজ, মুরগিসহ নিত্যপণ্যের দামে আবারো ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন নতুন করে অস্বস্তিতে।
সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ানবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
সবজির বাজার:
শীতের সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি ৩৫-৪০ টাকা প্রতি পিস দরে বিক্রি হচ্ছে। লাউয়ের দাম আকারভেদে ৪০-৬০ টাকা, দেশি গাজর ১০০ টাকা ও চায়না গাজর ১৫০ টাকা কেজি। অন্যান্য সবজির মধ্যে করলা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, শিম ৯০ টাকা, টমেটো ১২০ টাকা এবং পটল ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিম ও মুরগির বাজার:
পাইকারি পর্যায়ে সাদা ফার্মের ডিম ১৪০ টাকা ও লাল ডিম ১৪৫ টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকা প্রতি ডজন। ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি ২৯০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার:
মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা এবং কাটারি নাজির ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুগন্ধি চিনিগুঁড়া পোলাও চাল প্রতি কেজি ১৩৫ টাকা।
মাছের বাজার:
মাছের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশি মাগুর ৮০০-১১০০ টাকা, চিংড়ি ৮০০-১৪০০ টাকা, রুই ২৮০-৪০০ টাকা কেজি এবং তেলাপিয়া ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসলার বাজার:
ভারতীয় জিরা ৭৮০ টাকা, শাহী জিরা ১৬৬০ টাকা, এলাচ ৩৮০০ টাকা, লবঙ্গ ১৭০০ টাকা, এবং গোলমরিচ ১২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
সাধারণ ভোক্তারা বলছেন, সবজির তুলনায় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি তাদের জন্য ব্যাপক চাপ তৈরি করেছে।
![বাজারে শীতের সবজির স্বস্তি কমলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)