ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫২:৩৯ পিএম

বাজারে সিন্ডিকেট চলবে না, ভোক্তা অধিদপ্তরের কঠোর অবস্থান

৫ নভেম্বর, ২০২৪ | ৫:৫৬ পিএম

বাজারে সিন্ডিকেট চলবে না, ভোক্তা অধিদপ্তরের কঠোর অবস্থান

ছবি: সংগ্রহ

ব্যবসায়ীদের কোনো ধরনের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান। মঙ্গলবার বেনাপোল পৌর কমিউনিটি হলে বন্দর ব্যবহারকারী বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

 

ভোক্তা ডিজি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না।

 

 তিনি বলেন, 'বিগত ১৫ বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে। অনেকে বলেন, দেশটা নাকি সিঙ্গাপুরের মতো। আমি বলছি, না, সিঙ্গাপুর বাংলাদেশের মতো হয়েছে। আমাদের দেশের মেট্রোরেল সিঙ্গাপুরের চেয়েও বেটার (উন্নতমানের)। আমরা সাবমেরিন, স্পেস ও নিউক্লিয়ার ক্লাবে ঢুকেছি। এই অর্জনগুলো ইচ্ছা করলেই করা যায় না। এইগুলোর জন্য একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের টার্গেট দিয়েছিলেন। তার যেই ভিশন তাতে আমরা আগামীতে স্মার্ট বাংলাদেশ হবো।'

 

বাজারমূল্যের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করা ব্যবসায়ীর কথা উল্লেখ করে সফিকুজ্জামান বলেন, 'খলিল যখন মাংসের দাম ৫৯৫ টাকায় বিক্রি শুরু করল, তখন মাংসের দাম ৮০০ থেকে নেমে ৬৫০ হয়ে গেল। তখন খলিলকে ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়। মাংসে তো খলিল বিপ্লব ঘটিয়েছে, তাকে আমরা প্রশংসিত করেছি। কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর কম দামে মাংস বিক্রি করায় রাজশাহীতে খুনও করা হয়েছে। এই বাস্তবতায় আমরা আছি।'

 

এতে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।এ সময় বক্তারা বেনাপোল বন্দর এলাকায় যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের চলমান কার্যক্রমকে আরও দায়িত্বশীলভাবে পালন করার আহ্বান জানান।

বাজারে সিন্ডিকেট চলবে না, ভোক্তা অধিদপ্তরের কঠোর অবস্থান