ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:১৫:৪৮ এএম

বাজারে সয়াবিন তেলের সংকট: কঠোর অভিযান শুরু করেছে ভোক্তা অধিদফতর

৮ ডিসেম্বর, ২০২৪ | ২:৪৯ পিএম

বাজারে সয়াবিন তেলের সংকট: কঠোর অভিযান শুরু করেছে ভোক্তা অধিদফতর

ছবি: সংগ্রহীত

বাজারে হঠাৎ করে সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার ঘটনায় সংকটের সৃষ্টি হয়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, অনেক ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন। এই সংকটের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

 

 

রবিবার (৮ ডিসেম্বর) সকালে অধিদফতরের বাজার অভিযানে অংশ নেওয়া টিমগুলোকে নির্দেশনা দিয়ে মহাপরিচালক বলেন, বাজারে ভোজ্যতেল, বিশেষ করে সয়াবিন ও পাম অয়েলের মজুদ এবং বিক্রয় পরিস্থিতি কঠোরভাবে তদারকি করতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদফতরের ৬টি টিম এই তদারকি কার্যক্রম পরিচালনা করছে।

 

 

বেশ কয়েকদিন ধরে বাজারে সয়াবিন তেলের চাহিদা মেটাতে সমস্যা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাদের চাহিদার তুলনায় মিল মালিকদের সরবরাহ অনেক কম। একাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা জানিয়েছেন, ১০০ লিটার চাহিদার বিপরীতে মিল থেকে মাত্র ১০ থেকে ২০ লিটার সরবরাহ করা হচ্ছে। এর ফলে বাজারে তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে।

 

 

বিশ্লেষকরা মনে করছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে আসন্ন রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই অবস্থায় বাজার অস্থির হওয়ার শঙ্কা রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

 

এদিকে বাজারে সয়াবিন তেল মজুদ বা অযৌক্তিকভাবে বিক্রয় করার কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অধিদফতরের মহাপরিচালক। অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট টিমগুলো নিয়মিত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে জরিমানা বা আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

বাজারে সয়াবিন তেলের সংকট: কঠোর অভিযান শুরু করেছে ভোক্তা অধিদফতর