ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৩২:০৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

১৮ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩৪ পিএম

বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

ছবি: সংগ্রহ

দেশের জুয়েলারি শিল্পের বৃহত্তম আয়োজন "বাজুস ফেয়ার-২০২৫" আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত এই মেলা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 


বাজুস ফেয়ার-২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য কোনো প্রবেশ ফি লাগবে না।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুস ফেয়ার-২০২৫-এ ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় দেশীয় স্বর্ণ শিল্পীদের তৈরি আধুনিক ডিজাইনের অলংকার প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে। এ আয়োজনের মাধ্যমে জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে।


বাজুস আশা করছে, এই আয়োজন দেশের ১৮ কোটি মানুষের সামনে জুয়েলারি শিল্পের অগ্রগতি এবং সম্ভাবনা তুলে ধরবে। একই সঙ্গে, স্থানীয় শিল্পীদের তৈরি স্বর্ণালংকারের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সাহায্য করবে।

 

বাজুস ফেয়ার-২০২৫ জুয়েলারি শিল্পে ব্যবসায়িক সম্পর্ক উন্নত করার পাশাপাশি দেশীয় শিল্পীদের কাজকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছে আয়োজকরা।

বাজুস ফেয়ার শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি