ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৯:১৫ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম

অনলাইন সংস্করণ

বাতিল হচ্ছে শাহজালাল বিমানবন্দরে ঢোকার পাস, নিতে হবে ‘এভসেক আইডি’

২০ নভেম্বর, ২০২৪ | ৬:০ এএম

বাতিল হচ্ছে শাহজালাল বিমানবন্দরে ঢোকার পাস, নিতে হবে ‘এভসেক আইডি’

ছবি: সংগ্রহ

পুরনো পাস ব্যবহার করে ৩০ নভেম্বরের পর আর শাহজালাল বিমানবন্দরে ঢুকতে পারবেন না বিমানবন্দরের কর্মীরা।

 

তার পরিবর্তে বিমানবন্দর সংশ্লিষ্ট, এয়ারলাইন্স বা সরকারি সংস্থার কর্মীদের নিতে হবে এভিয়েশন সিকিউরিটি আইডেন্টিফিকেশন বা এভসেক আইডি।

 

গত ১২ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের এক প্রজ্ঞাপনে বলা হয়, বেবিচকের এয়ারপোর্ট পাস পলিসি-২০২০ অনুযায়ী আগে ইস্যু করা এয়ারপোর্ট সিকিউরিটি পাসগুলো ৩০ নভেম্বরের পরে বাতিল (সাসপেন্ড) হয়ে যাবে। ২০২২ সালের ৬ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী শাহজালাল বিমানবন্দরে ঢুকতে হলে এভসেক আইডি থাকতে হবে।

 

 

গত বছর শাহজালাল বিমানবন্দরে কর্মরতদের চলাচল নিয়ন্ত্রণে ১৭ হাজার নিরাপত্তা পাস ডিজিটাল করার উদ্যোগ নেয় বেবিচক। ‘এভসেক আইডি সিস্টেম’ নামের একটি অ্যাপের মাধ্যমে এই কাজটি করা হবে বলে তখন জানানো হয়। ওই পাসের মাধ্যমে বিমানবন্দরের ভেতরে দায়িত্বরতদের গতিবিধিও নিয়ন্ত্রণ করা যাবে। যার ফলে পাসধারীরা চাইলেও নিজের দায়িত্বপূর্ণ এলাকার বাইরে যেতে পারবেন না।

 

গত বছরের মে মাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে এভসেক আইডির কথা জানায় বেবিচক। বেবিচকের তৎকালীন সদস্য (নিরাপত্তা) আবু সালেহ মাহমুদ মান্নাফী তখন জানিয়েছিলেন, গত ৫০ বছরে বিমানবন্দরে ২০ হাজার ৬৪০টি নিরাপত্তা পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে নানা কারণে ৩ হাজার ৩০৭টি পাস বাতিল করা হয়েছে।

 

বাকি ১৭ হাজার ৩৩৩টি নিরাপত্তা পাস ডিজিটাইজেশনের আওতায় আনতে নতুন এই অ্যাপের চালু করা হয়। এই পাসগুলো বিমানবন্দরে কর্মরত ৪২৯টি সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীরা ব্যবহার করছেন।

 

বেবিচকের কর্মকর্তারা জানান, বিমানবন্দরে ক্লিনার, শ্রমিকসহ অনেক রকম জনবলের প্রয়োজন হয়। নিরাপত্তা পাস নিয়ে বিমানবন্দরে ঢুকে অপরাধ ঘটানোরও নজির রয়েছে। এভসেক আইডি সিস্টেমে পাসের অপব্যবহার রোধ করা যাবে বলে তারা মনে করছেন।

বাতিল হচ্ছে শাহজালাল বিমানবন্দরে ঢোকার পাস, নিতে হবে ‘এভসেক আইডি’