ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ জুন, ২০২৪ | ৭:০ পিএম
অনলাইন সংস্করণ
বাড়ছে মোবাইল ব্যাংকিং, গ্রাহক ছাড়িয়েছে ২২ কোটি
২৩ জুন, ২০২৪ | ৭:০ পিএম
![বাড়ছে মোবাইল ব্যাংকিং, গ্রাহক ছাড়িয়েছে ২২ কোটি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/23/20240623124652_original_webp.webp)
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সঙ্গে সঙ্গে বাড়ছে গ্রাহক সংখ্যা। বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাই ক্যাশ, শিওর ক্যাশসহ ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মোবাইল আর্থিক সেবা (এমএফএস) দিচ্ছে।
আরও পড়ুন
হিসাব খুলতে কোনো টাকা লাগে না। শহর থেকে গ্রাম সর্বত্র রয়েছে সার্বক্ষণিক লেনদেনের সুবিধা। কেনাকাটা, বিল পরিশোধ, ঋণ পরিশোধসহ যুক্ত হচ্ছে নানা পরিষেবা। বিদেশ থেকে আসছে রেমিট্যান্সও। এতে করে মোবাইল ব্যাংকিংয়ের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের এপ্রিলে এমএফএসের মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার ৯২৯ কোটি টাকা লেনদেন হয়েছে। এটা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ লোনদেন। এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো মার্চে, ১ লাখ ৫৩ হাজার ৭৫৭ কোটি টাকা।
চলতি বছরের এপ্রিলের হিসেবে অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ২২ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে অনেকেরই একাধিক সিমে একাধিক একাউন্ট রয়েছে। আর মোবাইল ব্যাংকিংয়ে এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭৪১।
- ট্যাগ সমূহঃ
- মোবাইল ব্যাংকিং
![বাড়ছে মোবাইল ব্যাংকিং, গ্রাহক ছাড়িয়েছে ২২ কোটি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)