ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৭:১২ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৬ পিএম

অনলাইন সংস্করণ

বাড়ল এলপি গ্যাসের দাম

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৬ পিএম

বাড়ল এলপি গ্যাসের দাম

ছবি: সংগ্রহ

বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ফেব্রুয়ারির জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ হাজার ৪৫৯ টাকা। নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

 

 

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলপিজি দাম বেড়েছে। তিনি জানান, আমদানি পর্যায়ে এলপিজির দাম প্রতি টনে গড়ে ১০ ডলার বেড়ে গেছে, যা ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধির কারণ হয়েছে।

 

 

এছাড়া, ১ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

 

বিইআরসি জানায়, সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত দাম অনুযায়ী, ফেব্রুয়ারির জন্য প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৬৩৫ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৬২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রোপেন এবং বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী, গড় দাম হবে ৬২৮.৫০ মার্কিন ডলার প্রতি মেট্রিক টন, যা ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সমন্বয়ের ভিত্তি।

 

 

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এই দাম বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়েছে, ফলে এলপিজির দাম বেড়েছে।

 

 

বাড়ল এলপি গ্যাসের দাম