ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৭:৫৫ এএম

বায়ুদূষণের তালিকায় ঢাকা চতুর্থ

৩০ এপ্রিল, ২০২৪ | ৯:২৭ এএম

বায়ুদূষণের তালিকায় ঢাকা চতুর্থ

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুদূষণ।

 

মঙ্গলবার সকাল ৭টা ৫১ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা।

 

আজ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।

 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নেপালে কাঠমান্ডু, দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৬৫ স্কোর নিয়ে থাইল্যান্ডের শহর চিয়াং মাই শহর।

 

১৬২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি, আবার একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ঢাকা। এ ছাড়া ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়।

বায়ুদূষণের তালিকায় ঢাকা চতুর্থ