ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ
বিগত সরকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করেছে: উপদেষ্টা সাখাওয়াত
১২ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৭ এএম
![বিগত সরকার পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করেছে: উপদেষ্টা সাখাওয়াত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/12/20241212105237_original_webp.webp)
ছবি: সংগ্রহ
শিল্প খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে (আরএমজি), চলমান অস্থিরতার পেছনে পতিত আওয়ামী লীগ সরকার ও তাদের মিত্র রাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিডা মিলনায়তনে অনুষ্ঠিত 'নাগরিক উৎসবে' প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, “তৈরি পোশাক খাতে অস্থিরতা শ্রমিকদের দ্বারা নয়, তাদের ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। দেশের বাইরের শক্তি এই অস্থিরতার পেছনে জড়িত। এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি।”
সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বিগত জাতীয় নির্বাচনগুলো নিয়ে সমালোচনা করে বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচন গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকেছে। এই নির্বাচনগুলোতে অংশগ্রহণমূলক পরিবেশ ছিল না, যার কারণে ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আগের চারটি নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হলেও পরবর্তী নির্বাচনগুলোতে নির্বাচনী পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যৎ নির্বাচনগুলো অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হবে। তিনি বলেন, “যাঁরা আগামী নির্বাচনে অংশ নেবেন, তাঁদের অবশ্যই অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।”
সাখাওয়াত হোসেন নাগরিকদের ভোটের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “ভোটারদের সচেতন হতে হবে, যাতে তাঁদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে। নাগরিকদের অধিকার রক্ষার দায়িত্ব তাঁদের নিজেরই।”
অনুষ্ঠানে সুজনের সচিব বদিউল আলম মজুমদার দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য রাজনীতিবিদদের দায়ী করে বলেন, “রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। দেশে একটি স্থিতিশীল পরিবেশ আনতে হলে রাজনীতিতে সংস্কার প্রয়োজন, যা চাপিয়ে দেওয়া যাবে না। জনগণের সক্রিয়তা ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আদালতের রায়ের মাধ্যমে ১৭ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার আশা করছি। এ ব্যবস্থা যাতে আর কখনো বাতিল না হয়, তা নিশ্চিত করতে নাগরিকদের ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করতে হবে।”
তৈরি পোশাক খাতের অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অন্তর্বর্তী সরকার জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে নাগরিক ও রাজনৈতিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।