ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:২৫:৩৭ পিএম

বিদেশ ভ্রমণে আর বাধা নেই ব্যাংকারদের

২০ জানুয়ারি, ২০২৫ | ১২:৩১ পিএম

বিদেশ ভ্রমণে আর বাধা নেই ব্যাংকারদের

ছবি: সংগ্রহ

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি নিতে হবে না। রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

 

 

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে প্রশিক্ষণ, সভা, সেমিনার এবং কর্মশালায় অংশ নিতে বিদেশে যেতে পারবেন। অর্থাৎ, বিদেশে যাত্রার জন্য এখন কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমতির প্রয়োজন নেই।

 

 

এ সিদ্ধান্তটি ব্যাংকিং খাতে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালার জন্য কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আরও সুযোগ সৃষ্টি করবে এবং দেশের ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করার পথে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

এদিকে, দেশের আর্থিক খাতের উন্নয়ন এবং ব্যাংকিং সেবার মান বৃদ্ধি করতে এই ধরনের সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ন বলে মনে করছেন ব্যাংকের কর্মকর্তারা।

বিদেশ ভ্রমণে আর বাধা নেই ব্যাংকারদের