ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৫:৫৬:০৩ এএম

বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল দেশীয় কোয়ান্ট ফিনটেক

২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২০ পিএম

বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল দেশীয় কোয়ান্ট ফিনটেক

ছবি: সংগ্রহ

দেশি প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোং লিমিটেডের কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি আইসিবির গ্রাহকদের সেবা দিতে ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) তৈরি করেছে, যার মাধ্যমে তারা ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জে সহজেই লেনদেন সম্পাদন করতে পারবে।

 

 

আইসিবি প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছে। চুক্তিতে সই করেন আইসিবি সিকিউরিটিজের সিইও মো. মফিজুর রহমান এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।

 

 

আইসিবি সিকিউরিটিজের সিইও মো. মফিজুর রহমান বলেন, "আমরা আমাদের কাস্টমারদের আরও উন্নত সেবা দিতে ওএমএস চালু করতে যাচ্ছি। আমাদের পর্ষদ চেয়েছিল কাজটি যেন দেশি প্রতিষ্ঠান পায় এবং মান ঠিক থাকে, তাই কোয়ান্ট ফিনটেককে নির্বাচন করা হয়েছে।"

 

 

এছাড়া, কোয়ান্ট ফিনটেকের সিইও মো. জাবেদ হোসেন এ চুক্তির বিষয়ে বলেন, "সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা ও আইসিবির ক্যাপিটাল মার্কেটের অভিজ্ঞতা একত্রে কাজ করবে, যা শুধুমাত্র আইসিবি নয়, পুরো ক্যাপিটাল মার্কেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।"

 

 

এই চুক্তি দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল দেশীয় কোয়ান্ট ফিনটেক