ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বিদেশী বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতি শিথিল নিউজিল্যান্ডে
১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম
![বিদেশী বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতি শিথিল নিউজিল্যান্ডে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/11/20250211145105_original_webp.webp)
ছবি: সংগ্রহ
অর্থনীতি চাঙ্গা করতে বিদেশী বিনিয়োগকারীদের জন্য ভিসা নীতি শিথিল করছে নিউজিল্যান্ড, যা শিগগিরই কার্যকর হবে। গতকাল এ তথ্য জানিয়েছে দেশটির মধ্য ডানপন্থী সরকার।
নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানান, বিদেশী বিনিয়োগকারীদের জন্য ভিসা আরো সহজ ও নমনীয় করা হবে। যাতে তারা মূলধন, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগের"জন্য নিউজিল্যান্ডকে বেছে নিতে উৎসাহিত হন।
এরিকা স্ট্যানফোর্ডের এক বিবৃতি অনুসারে, ‘উচ্চ ঝুঁকির বিনিয়োগ"ও মিশ্র বিনিয়োগের"জন্য নতুন দুটি ভিসা ইউনিট তৈরি করা হবে। এ পরিবর্তনগুলো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করবে এবং সব কিউইর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে।’
সম্প্রতি বিদেশীদের ভিসা দেয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড, আগামী ১ এপ্রিল থেকে যা কার্যকর হবে। এ শিথিলীকরণের মাধ্যমে পর্যটকরা দেশটিতে ভ্রমণকালে দূর থেকে কাজ করতে পারবে, যার লক্ষ্য পর্যটন খাতের আয় বাড়ানো।
২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রযুক্তিগত মন্দায় পড়ার পর নিউজিল্যান্ড সরকার প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজছে। গত মাসে দেশটি ‘ইনভেস্ট নিউজিল্যান্ড’ নামের নতুন উদ্যোগ ঘোষণা করে। এর মাধ্যমে বিদেশী বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে দেশটি।
![বিদেশী বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতি শিথিল নিউজিল্যান্ডে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)