ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ | ৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ
'বিদ্যুতে ক্যাপাসিটি চার্জের নামে ১ লক্ষ কোটি টাকা লুট করেছে আ. লীগ'
২ জানুয়ারি, ২০২৫ | ৪:১৫ পিএম

ছবি: সংগ্রহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে লুটপাটের মেশিনে পরিণত করেছে। তিনি দাবি করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ মিলিয়ন ডলার এবং ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টুকু বলেন, "ক্যাপাসিটি চার্জের নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে পাচার করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে সামিটসহ পাঁচটি কোম্পানি জড়িত।" তিনি সরকারকে এই লুটপাটের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তিগুলো প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি পুনঃবিবেচনা করবে বিএনপি।"
তিনি আরও বলেন, "দেশে বিদ্যুৎ খাতের উন্নয়ন না করে লুটপাটকেই প্রধান উদ্দেশ্য হিসেবে নিয়েছে বর্তমান সরকার। বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতকে সুশাসনের আওতায় আনা হবে।"
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের বৃহত্তম এই প্রকল্প থেকে ৫০০ মিলিয়ন ডলার লুটপাটের অভিযোগ করেছেন বিএনপি।
ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ উৎপাদন না করেও সরকারের অনুমোদিত কিছু বিদ্যুৎকেন্দ্রকে বিপুল অঙ্কের অর্থ প্রদান করা হচ্ছে, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। বিএনপির দাবি, এই প্রক্রিয়ায় ১ লাখ কোটি টাকা লুট হয়েছে।
এমন অভিযোগের পর সরকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে আওয়ামী লীগের নেতারা অতীতে বিএনপির এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।
বিদ্যুৎ খাত নিয়ে বিএনপির এই অভিযোগ এবং প্রতিশ্রুতি ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। জনগণ ও বিশেষজ্ঞ মহলে এই বিষয়ে ব্যাপক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- বিদ্যুতে
- ক্যাপাসিটি
- চার্জে
- লুট
