ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০৮:৫২ পিএম

বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বেঁধে দিলো আদানি গ্রুপ

২০ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৯ এএম

বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বেঁধে দিলো আদানি গ্রুপ

ছবি: সংগ্রহ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর কাছে ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বকেয়া বিল পরিশোধে নতুন সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। রবিবার পিডিবিকে পাঠানো এক চিঠিতে আদানি জানিয়েছে, ৬ জানুয়ারি পর্যন্ত সময়ে তাদের সরবরাহ করা বিদ্যুতের জন্য এ বকেয়া জমেছে।

 

 

এতে উল্লেখ করা হয়েছে, আগামী জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুযায়ী বিলম্ব ফি হিসেবে অতিরিক্ত পরিশোধ করতে হবে পিডিবিকে। তবে, পিডিবি জানিয়েছে, বকেয়া বিল নিয়ে তাদের সঙ্গে আদানির বিরোধ রয়েছে, বিশেষত কয়লার দাম সংক্রান্ত। আদানি গ্রুপ চুক্তিতে উল্লেখিত সূত্র অনুযায়ী কয়লার দাম হিসাব করছে, অন্যদিকে পিডিবি কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে।

 

 

পিডিবি সূত্রে জানা যায়, আদানির পাওনা ৭০ কোটি ডলার হিসাবে করা হয়েছে। তবে, পুরনো বকেয়া পরিশোধে কিছুটা সমস্যা থাকলেও বর্তমানে নিয়মিতভাবে বিদ্যুতের বিল পরিশোধ করা হচ্ছে।

 

 

৯ জানুয়ারি পিডিবি এবং আদানি গ্রুপের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বকেয়া বিলের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে আদানি গ্রুপ। এর আগে গত বছরের ৭ নভেম্বর, পিডিবির কাছে বকেয়া পরিশোধের জন্য সময় বেঁধে দিয়ে চিঠি পাঠিয়েছিল আদানি, এবং সেই সময় একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও বন্ধ করে দেয় তারা।

 

 

বিল পরিশোধের এই জটিলতা উত্থান করেছে নতুন উদ্বেগ, বিশেষত বিদ্যুৎ খাতের জন্য, যা দেশের শিল্প-অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।

বিদ্যুতের বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বেঁধে দিলো আদানি গ্রুপ