ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:২০:১৮ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ৭:১০ এএম

অনলাইন সংস্করণ

বিশ্বকে কড়া বার্তা দিলেন ট্রাম্প

২২ জানুয়ারি, ২০২৫ | ৭:১০ এএম

বিশ্বকে কড়া বার্তা দিলেন ট্রাম্প

ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেকের ভাষণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও ঐক্য বজায় রাখার প্রতি নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তবে, এই ভাষণে তিনি বিশ্ববাসীকে এক কঠোর বার্তা দিয়েছেন, যা তার আগের ভাষণগুলোই স্মরণ করিয়ে দেয়। ট্রাম্প তার দেশ এবং জনগণের সম্ভাবনা ও শক্তি তুলে ধরে আমেরিকাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

 

বিশেষত, ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়টিও সংক্ষেপে উল্লেখ করেছেন, তবে তার বক্তব্যের মূল ফোকাস ছিল শক্তিশালী আমেরিকার প্রমাণ এবং যারা তার পথের বাধা হয়ে দাঁড়াবে, তাদের প্রতি কড়া হুঁশিয়ারি। তিনি দৃঢ়তার সাথে বলেন, "আমরা আমাদের পথ অনুসরণ করব, এবং যারা আমাদের সামনে দাঁড়াবে তাদেরকে জবাব দিতে হবে।"

 


ভাষণে ট্রাম্প পানামা খালকে "পানামার জন্য একটি বোকার মতো উপহার" বলে আখ্যা দিয়েছেন এবং খালটির নিয়ন্ত্রণ আবার যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প আরও বলেন, "আমরা এটি ফিরিয়ে নিচ্ছি" – ১৯৯৯ সালে পানামা খালের নিয়ন্ত্রণ পানামার হাতে চলে যাওয়ার পর থেকে এটি একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প পূর্বে জানিয়েছিলেন, পানামা খাল যদি ভুল হাতে চলে যায়, তাহলে তিনি এটি যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নেবেন।

 


ট্রাম্প তাঁর ভাষণে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "আমেরিকা উপসাগর" রাখার ঘোষণা দেন, যা তাঁর দেশীয় সীমানা সম্প্রসারণের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। এর সাথে সাথে, তিনি মঙ্গলগ্রহে আমেরিকার পতাকা স্থাপন করার কথাও বলেন, যা আমেরিকার মহাকাশ অভিযানের নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি।

 


ট্রাম্প মাদকচক্র এবং বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলো মোকাবেলায় আগের মতই পুরোনো হুমকি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আমরা বিশ্বের যেসব দেশ থেকে মাদক ও সন্ত্রাসী সংগঠন আসছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।"

 


বিশ্ব অর্থনীতির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি নতুন নয়। তিনি বলেন, "আমরা আমাদের নাগরিকদের সমৃদ্ধ করতে বিদেশি দেশগুলোর ওপর শুল্ক ও কর আরোপ করব।" এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আগ্রহী এবং অন্য দেশের উপর চাপ সৃষ্টি করার ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বকে কড়া বার্তা দিলেন ট্রাম্প