ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৪ | ৮:৩০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বিশ্ববাজারে গমের দাম গত তিন মাসে সর্বনিম্ন
১৬ জুলাই, ২০২৪ | ৮:৩০ এএম
![বিশ্ববাজারে গমের দাম গত তিন মাসে সর্বনিম্ন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/07/16/20240716083052_original_webp.webp)
বিশ্ববাজারে গমের দাম গতকাল কমেছে। পণ্যটির মূল্য গত তিন মাসে সর্বনিম্নে নেমেছে। শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া ও যুক্তরাষ্ট্রে ফলন ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল গমের দাম বুশেলপ্রতি (৬০ পাউন্ড) আগের দিনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৪৩ সেন্ট, যা গত এপ্রিলের পর সর্বনিম্ন।
এ বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘যুক্তরাষ্ট্রে গম তোলা প্রায় শেষ আর রাশিয়ায় আবহাওয়া ফসল কাটার জন্য উপযোগী। সরবরাহ বাড়ায় গমের বড় ধরনের দরপতন হয়েছে।’
![বিশ্ববাজারে গমের দাম গত তিন মাসে সর্বনিম্ন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)