ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ আগস্ট, ২০২৪ | ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে
২ আগস্ট, ২০২৪ | ১০:৩৮ এএম
![বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/02/20240802103806_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে গতকাল। বুধবার ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ায় মধ্যপ্রাচ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কায় জ্বালানি পণ্যটির দাম বেড়েছে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ফিউচার মার্কেটে গতকাল ১ শতাংশ বা ৭৮ সেন্ট বেড়েছে। এর মূল্য দাঁড়িয়েছে প্রতি ব্যারেলে ৮১ ডলার ৬২ সেন্ট। একই হারে দাম বেড়েছে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডাব্লিউটিআই) দামও। প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৭৯ সেন্ট। প্রতি ব্যারেল ডাব্লিউটিআই ৭৮ ডলার ৭০ সেন্টে উন্নিত হয়েছে। ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া বেঞ্চমার্ক দুটির দাম আগের সেশনের তুলনায় ৪ শতাংশ বেড়েছে।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক বিবেক ধর বলেন, ‘হানিয়া হত্যাকাণ্ডের জেরে ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে। তাই জ্বালানি তেল বাজারে আশঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক। কেননা যুদ্ধের কারণে ইরানের জ্বালানি তেল সরবরাহ এবং এ-সংক্রান্ত অবকাঠামোগুলো ঝুঁকিতে পড়বে।’
তিনি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান আশঙ্কা আরো বাড়িয়ে দেয়ার সক্ষমতা রাখে।’ বিবেক ধর বলেন, ‘প্রণালিটি দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজগুলোর ১৫-২০ শতাংশ চলাচল করে। এটি অবরুদ্ধ হলে বৈশ্বিক জ্বালানি তেল পরিবহন ঝুঁকিতে পড়বে। পাইপলাইনে জ্বালানি তেল আমদানি-রফতানির মাধ্যমে এ পরিস্থিতি মোকাবেলা করা দুঃসাধ্য।’
তবে আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ফিলিপ নোভার বিশ্লেষক প্রিয়াংকা সাচদেভা বলেন, ‘চীনের জ্বালানি তেলের চাহিদার ওপর বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে আস্থা পাচ্ছেন না। তেলের দাম বৃদ্ধি ঠেকাতে এটি ভূমিকা রাখবে।’
- ট্যাগ সমূহঃ
- জ্বালানি তেল
![বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)