ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০৭:৩৫ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ মাসের সর্বোচ্চে

২৫ জানুয়ারি, ২০২৫ | ৪:২৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ মাসের সর্বোচ্চে

ছবি: সংগ্রহ

টানা চতুর্থ সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হতে যাচ্ছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম ২ শতাংশের বেশি বেড়ে গিয়ে তিন মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা জানান, এই মূল্যবৃদ্ধির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা এবং তার সুদহার কমানোর আহ্বান বড় ভূমিকা রেখেছে। এসব কারণে ডলারের বিনিময় হার কমে যাওয়ায় স্বর্ণের দাম বাড়ছে।

 

 

সপ্তাহের শেষ দিনেই স্বর্ণের দাম স্পট মার্কেটে দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৭৭৪ ডলার ১৯ সেন্টে পৌঁছেছে। এদিন স্বর্ণের দাম শুরুর সময় ২ হাজার ৭৭৭ ডলার ১০ সেন্টে উঠেছিল, যা ৩১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে দাম বেড়ে ২ হাজার ৭৮১ ডলার ৪০ সেন্টে পৌঁছেছে।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, ডলারের অবমূল্যায়নের কারণে স্বর্ণের দাম বাড়ছে, কারণ অন্যান্য দেশগুলোর জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। ভারতের রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র অ্যানালিস্ট জিগর ত্রিভেদি বলেন, "ট্রাম্পের বক্তব্যের পর ডলারের মূল্য কমেছে, ফলে অন্যান্য দেশ থেকে স্বর্ণের ক্রয় বৃদ্ধি পেয়েছে।"

 

 

এদিকে, স্বর্ণের দাম বাড়ানোর আরেকটি কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সুদহার কমানোর আহ্বান। তবে শুল্ক আরোপের বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি, যা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

 

অপরদিকে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত আসবে। তবে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল থেকে পাওয়া তথ্যে ব্যবসায়ীরা বলছেন, ফেডের সুদহার কমানোর সম্ভাবনা কম। সাধারণত সুদহার বেশি থাকলে স্বর্ণের প্রতি বিনিয়োগ কমে যায়।

 

 

স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতু যেমন রূপা, প্যালাডিয়াম এবং প্লাটিনামের দামও বেড়েছে। স্পট মার্কেটে রূপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩০ ডলার ৮৭ সেন্টে পৌঁছেছে। প্যালাডিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৯৯ ডলার ৯ সেন্টে স্থির হয়েছে এবং প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ৯৫২ ডলার ২৯ সেন্টে পৌঁছেছে।

 

 

বাজার বিশ্লেষকরা বলছেন, চলতি বছর স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যদি এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ মাসের সর্বোচ্চে