ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:২১:১৯ এএম

বীমার দাপটেও পতন ঠেকানো গেল না

১৪ মে, ২০২৪ | ১০:৪৯ এএম

বীমার দাপটেও পতন ঠেকানো গেল না

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে দাম বাড়ার ক্ষেত্রে বীমা খাতের দাপট থাকলেও শেষ পর্যন্ত পতন ঠেকানো যায়নি। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমার পাশাপাশি কমেছে মোট লেনদেনের পরিমাণও।

 

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২২১টি প্রতিষ্ঠানের। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীমা কোম্পানি রয়েছে ৫০টি। বিপরীতে বীমা খাতের ৮টির শেয়ার দাম কমেছে।

 

দাম বাড়ার ক্ষেত্রে বীমা কোম্পানির এমন দাপটের দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

 

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। অবশ্য লেনদেন সাড়ে ৯০০ কোটি টাকার ওপরে রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৯৬৮ কোটি ২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ৮২ লাখ টাকা।

 

এ লেনদেনে সবথেকে বেশি অবদান রেখেছে ই-জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিসের ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

 

এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেস্ট হোল্ডিং, গোল্ডেন সন, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, স্যালভো কেমিক্যাল এবং নাভানা ফার্মাসিউটিক্যাল।

 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০৮ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৬ কোটি ৩৯ লাখ টাকা।

বীমার দাপটেও পতন ঠেকানো গেল না