ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বেক্সিমকোর আরও চার কারখানা লে–অফ ঘোষণা
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৪৬ পিএম
![বেক্সিমকোর আরও চার কারখানা লে–অফ ঘোষণা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/05/20250205123230_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড প্রতিষ্ঠানটি চারটি শাখা কারখানা লে-অফ করে শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ৪ ফেব্রুয়ারি, সোমবার, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব কারখানার উৎপাদন বন্ধ ও শ্রমিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইয়ার্ন ইউনিট-২, টেক্সটাইল, ডেনিম ও নিটিং বিভাগ বন্ধ করা হয়েছে, যার ফলে ওই কারখানাগুলোর শ্রমিকরা চাকরি হারাচ্ছেন। তবে গোষ্ঠীর অন্যান্য বিভাগ, যেমন রূপগঞ্জের ইয়ার্ন ইউনিট-১-এর কার্যক্রম অব্যাহত থাকবে।
এটি প্রথম নয়, এর আগেও বেক্সিমকো কিছু কারখানা লে-অফ করে। গত সপ্তাহে সরকার সিদ্ধান্ত নেয়, বেক্সিমকো শিল্প পার্কের লে-অফে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১২টি কারখানা একেবারে বন্ধ করে দেওয়া হবে। আরও সিদ্ধান্ত হয়েছে, তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকের বন্ধকী শেয়ার বিক্রি করা হবে।
ফেব্রুয়ারি মাসের মধ্যেই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- বেক্সিমকোর
- আরও
- চার কারখানা
- লে–অফ
- ঘোষণা
![বেক্সিমকোর আরও চার কারখানা লে–অফ ঘোষণা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)