ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৯:২৯:১৫ পিএম

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

১৩ মার্চ, ২০২৫ | ২:১৪ পিএম

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

ছবি: সংগ্রহ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের শ্রমিকদের বেতন পরিশোধ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ২৮,৯৮৭ জন শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে, এবং বাকি শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় শ্রমিকদের সব পাওনা পরিশোধের প্রক্রিয়া এগিয়ে চলেছে।

 

 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যতক্ষণ না বাকি সব কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করা হয়, ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

 

এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধের নির্দেশনা দেয় এবং তা বাস্তবায়নে নজরদারি করছে।

 

 


বেতন পরিশোধের এ উদ্যোগে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যেই সকল শ্রমিক ও কর্মকর্তারা তাদের প্রাপ্য পাওনা বুঝে পাবেন।

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে