ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন তৈরির কারখানা স্থাপন
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৬ পিএম
![বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন তৈরির কারখানা স্থাপন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204115438_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে নতুন এক যুগের সূচনা করেছে। সম্প্রতি, বেপজা সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন প্রতিষ্ঠান লি’জ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন কারখানা স্থাপন করা হবে। এই চুক্তি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের বৈচিত্র্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৩ ফেব্রুয়ারি, সোমবার, বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং লি’জ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. লি মেং এই চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বেপজায় ৮৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা ৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এই কারখানা তামাক ও সিগারেট তৈরির যন্ত্র তৈরি করবে, যা বেপজার ইপিজেড এবং অন্যান্য অর্থনৈতিক অঞ্চলে বৈচিত্র্যময় পণ্যের উৎপাদনকে বাড়াবে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান লি’জ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, "বেপজার অর্থনৈতিক অঞ্চলের প্রথম যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে লি’জ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড রপ্তানিমুখী শিল্পের বৈচিত্র্যায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।"
এছাড়াও, তিনি অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতের প্রসারে সহায়তা করতে আরও যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানান।
এছাড়াও, মি. লি বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দুটি শিল্প স্থাপনের পরিকল্পনা জানান, যা এখানকার শিল্প স্থাপনের সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে।
এটি বাংলাদেশের শিল্প খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ট্যাগ সমূহঃ
- বেপজা
- অর্থনৈতিক
- অঞ্চলে
- মেশিন
- কারখানা স্থাপন
![বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন তৈরির কারখানা স্থাপন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)