ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৪ | ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর প্রত্যাহারের দাবি
১৪ আগস্ট, ২০২৪ | ১০:৩৬ এএম
![বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর প্রত্যাহারের দাবি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/14/20240814103617_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সব ধরনের ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কোনো সরকারি সহায়তা ছাড়া শুধু শিক্ষার্থীদের ফি থেকে পাওয়া অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিশাল ব্যয় বহন করা হয়।
এ ক্ষেত্রে যে পরিমাণ উদ্বৃত্ত অর্থ থাকে, তা বিশ্ববিদ্যালয় তহবিলে জমা করা হয় এবং ক্যাম্পাস নির্মাণ, ল্যাব-লাইব্রেরির উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহার করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেনাকাটার ক্ষেত্রে পাঁচ শতাংশ ভ্যাটসহ দুই থেকে সাত শতাংশ কর নেওয়া হয়। আর সঞ্চিত অর্থ থেকে আরো ১৫ শতাংশ কর কেটে নেওয়া হয়। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্যের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এর আগে ভ্যাট ও ট্যাক্স স্থগিত করার উদ্দেশ্যে আইনি পদক্ষেপ ও আন্দোলন করে সফলতা পেয়েছে। তবে চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড আবার কর আরোপ করে।
- ট্যাগ সমূহঃ
- বিশ্ববিদ্যালয়
- কর
![বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর প্রত্যাহারের দাবি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)