ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ মে, ২০২৪ | ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বেসরকারি সৌরবিদ্যুৎকেন্দ্রে এডিবির ঋণ
১ মে, ২০২৪ | ১২:১৪ পিএম
![বেসরকারি সৌরবিদ্যুৎকেন্দ্রে এডিবির ঋণ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/01/20240501121359_original_webp.webp)
ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ১২ কোটি ১৫ লাখ ডলারের ঋণের চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি পাবনায় ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ ও পরিচালনা করবে। আন্তর্জাতিক কোনো সংস্থার কাছ থেকে সহায়তা পাওয়া এটি দেশের প্রথম বেসরকারি খাতের সৌরবিদ্যুৎকেন্দ্র।
এডিবির সঙ্গে আরও কয়েকটি সংস্থা এই সৌরবিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে; এডিবি এই ঋণের আয়োজক। এই প্রকল্পে এডিবি নিজে দিচ্ছে ৪ কোটি ৬৭ লাখ ডলার, আমস্টারডামভিত্তিক আইএলএক্স ফান্ড দিচ্ছে ২ কোটি ২০ লাখ ডলার। এ ছাড়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দিচ্ছে আরও ৪ কোটি ৬৭ লাখ ডলার। এডিবির বেসরকারি খাত পরিচালনা বিভাগের মহাপরিচালক সুজান গ্যাবৌরি বলেন, এশিয়ার জলবায়ু ব্যাংক হিসেবে এডিবি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তা করছে; এ ধরনের প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন পাওয়া চ্যালেঞ্জিং বিষয়।
এ অংশীদারত্বের মধ্য দিয়ে এটিই বোঝা যায়, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে অর্থায়ন জোগাড় এবং যেখানে এটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে এ ধরনের আরও বিনিয়োগ উৎসাহী করার ক্ষেত্রে এডিবির ভূমিকা নেতৃস্থানীয়।
- ট্যাগ সমূহঃ
- সৌরবিদ্যুৎ
- এডিবি
- ঋণ
![বেসরকারি সৌরবিদ্যুৎকেন্দ্রে এডিবির ঋণ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)