ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০৯:২৫ পিএম

বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার পরামর্শ

২৫ জুন, ২০২৪ | ১১:৫৪ এএম

বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার পরামর্শ

বোয়িংয়ের বিরুদ্ধে দুটি মারাত্মক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি নিষ্পত্তি চুক্তির শর্ত লঙ্ঘন করার প্রমাণ পেয়েছেন মার্কিন প্রসিকিউটররা। তারা মার্কিন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে সংস্থাটির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন।

 

বিচার বিভাগকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, বোয়িংকে বিচারের আওতায় আনা হবে কিনা। সংশ্লিষ্ট দুইজন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

বোয়িং কোম্পানি ২০১৮ ও ২০১৯ সালের দুটি ৭৩৭ ম্যাক্স বিমান দুর্ঘটনায় ভুল তথ্য দিয়ে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার-সেফটি নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে; এমন অভিযোগ আসার পর বোয়িং সেটি সমাধানের প্রতিশ্রুতি দেয়। ২০২১ সালে একটি নিষ্পত্তি চুক্তি করার পর ফৌজদারি অভিযোগ থেকে রক্ষা পায় তারা। তবে তাদের চুক্তির শর্ত লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এ ব্যাপারে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্রের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার পরামর্শ