ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ব্যবসা চালানোই এখন কঠিন
ব্যবসায়ীদের নামে হয়রানিমূলক মামলা, ব্যাংকে অরাজকতা বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ী নেতাদের অভিযোগ
১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩ এএম
![ব্যবসা চালানোই এখন কঠিন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/01/20241201100154_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে ব্যবসায়ী নেতারা দেশের ব্যাংকিং খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, ব্যাংকিং খাতের চলমান অরাজকতা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে ব্যবসা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে।
সম্মেলনে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এতে বিকেএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই, প্রাণ-আরএফএল, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার কারণে শিল্পমালিকরা প্রণোদনার টাকা পাচ্ছেন না, রপ্তানি আয়ের বিল পরিশোধ করা হচ্ছে না, এমনকি কারখানার শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খেতে হচ্ছে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "ব্যাংকের টাকা লুট হচ্ছে, অথচ প্রকৃত ব্যবসায়ীরা এই লুটের খেসারত দিচ্ছেন।"
ব্যবসায়ী নেতারা বলেছেন, দেশে "মামলা বাণিজ্য" শুরু হয়েছে। ব্যক্তিগত শত্রুতার কারণে অযথা ব্যবসায়ীদের নামে হয়রানিমূলক মামলা করা হচ্ছে। এসব বন্ধ না হলে শিল্পখাত অস্থির হয়ে উঠবে।
সম্মেলনে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার হ্রাস এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর দাবি জানান। একইসঙ্গে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, "গত ১৫ বছরে অর্থনৈতিক খাতে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা অকল্পনীয়। আমরা সংস্কারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।"
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, "আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার কাজ করছে, তবে বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় জরুরি।" বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, "ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকৃত ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে।"
প্রাণ-আরএফএল চেয়ারম্যান আহসান খান চৌধুরী এলসি খুলতে না পারার সমস্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, "এটি উৎপাদন ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।"
ইনসেপটা ফার্মার চেয়ারম্যান আবদুল মোক্তাদির শিল্পখাতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির প্রস্তাব দেন।
![ব্যবসা চালানোই এখন কঠিন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)