ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৪ | ৯:৩ এএম
অনলাইন সংস্করণ
ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারের দাবি
এফবিসিসিআইয়ের সমন্বয় সভা
১৪ আগস্ট, ২০২৪ | ৯:৩ এএম
![ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারের দাবি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/14/20240814090302_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
চলমান পরিস্থিতিতে দেশের শিল্প-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল বাণিজ্য সংগঠনটির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (সাভার) মেজর জেনারেল মো. মঈন খান এবং বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা গেলে অর্থনীতি তার গতিশীলতা ফিরে পাবে। এ লক্ষ্যে সেনাবাহিনী যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে ব্যবসায়ী সমাজ আশান্বিত।’
সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল মো. মঈন খান বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে না পারলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এজন্য সর্বশক্তি দিয়ে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের নিরাপত্তা প্রদান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য।’
কোনো ব্যবসায়ী কিংবা শিল্পপ্রতিষ্ঠান চাঁদাবাজিসহ হামলার হুমকি পেলে সে বিষয়ে সেনাবাহিনীকে তথ্য প্রদানের আহ্বান জানান তিনি। এছাড়া বন্দরের কনটেইনার জট কমানো ও অন্যান্য অনিয়ম দূরীকরণে সেনাবাহিনী কাজ করছে বলেও নিশ্চিত করেন।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘দেশে সামাজিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা থাকলে বিনিয়োগ হবে না।’ এজন্য তিনি সবার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও মো. জসিম উদ্দিন, সংগঠনের বর্তমান সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি মো. মুনির হোসেন ও সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু অংশ নেন। এছাড়া ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারের দাবি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)