ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:১৫:২৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৫০ এএম

অনলাইন সংস্করণ

ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়: বিসিআই

২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৫০ এএম

ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়: বিসিআই

ছবি: সংগ্রহ

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং সংকটময় অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। তিনি বলেন, "গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসায়ীরা কোনো স্বস্তি অনুভব করবেন না, তাই দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু করা উচিত অন্তর্বর্তী সরকারের।"

 

 

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, "এনবিআরের বর্তমান নীতি, সুদহার বৃদ্ধি এবং সংকোচনমূলক মুদ্রানীতির কারণে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়ছে।"

 

 

অর্থনীতির উন্নতির জন্য আইএমএফের প্রেসক্রিপশন পুরোপুরি বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন বিসিআই সভাপতি। তিনি বলেন, "দেশি উদ্যোক্তারা বিনিয়োগে অস্থির, এতে বিদেশি বিনিয়োগ আসা কঠিন হবে।"

 

 

সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বিসিআই দাবি করেছে, ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত পেছানোর প্রয়োজনীয়তা রয়েছে। আনোয়ারুল আলম চৌধুরী বলেন, "আগের সরকার অর্থনৈতিক পরিসংখ্যান ফোলানো-ফাঁপানো দেখিয়ে বাহবা নিতে চেয়েছিল, যা এখন প্রমাণিত হচ্ছে যে তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।"

 

 

এছাড়া তিনি জানান, দ্রুত প্রয়োজনীয় সংস্কার চালিয়ে দেশের অর্থনীতি এবং শিল্প খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ব্যবসায়ীরা গণতান্ত্রিক সরকার চায়: বিসিআই