ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ
ব্যাংক থেকে টাকা তুলতে গ্রাহক হয়রানি
১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪১ এএম
![ব্যাংক থেকে টাকা তুলতে গ্রাহক হয়রানি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/11/20241211095108_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের ব্যাংক খাতে তারল্য সংকট ক্রমশ তীব্র আকার ধারণ করছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ধার দেওয়া হলেও সংকট নিরসনে তেমন অগ্রগতি হয়নি। দেশের বেশ কিছু বেসরকারি ব্যাংক তাদের গ্রাহকদের চাহিদামতো টাকা দিতে ব্যর্থ হচ্ছে, ফলে গ্রাহকরা পড়ছেন নানামুখী দুর্ভোগে।
কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ২৮ হাজার কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে, যার মধ্যে ২২ হাজার কোটি টাকা নতুন মুদ্রা ছাপিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে ধার করা হয়েছে। তবুও, সংকট কাটেনি।
তারল্য সংকটের কারণে গ্রাহকদের নিজেদের টাকা তুলতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থী রফিকুল ইসলামের দুর্দশা: অসুস্থ বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ২ লাখ টাকার চেক ভাঙাতে পারেননি তিনি। পরিচিত কর্মকর্তার সাহায্য চেয়েও কোনো সমাধান পাননি।
ব্যবসায়ী নুরুজ্জামান সৈকতের অভিযোগ: ৫০ হাজার টাকা তুলতে গিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পেয়েছেন। কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হয়ে তিনি সামাজিকভাবে অপমানিত বোধ করছেন।
আইনজীবীর অভিজ্ঞতা: ডিপিএসের বিপরীতে নেওয়া ঋণের টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশকরেছেন। মাসে মাত্র পাঁচ হাজার টাকা উত্তোলনের সীমাবদ্ধতায় তিনি অসন্তুষ্ট।ব্যাংক ব্যবস্থাপকদের প্রতিক্রিয়া
সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালকের বক্তব্যে সংকটের বিষয়টি স্বীকার করা হয়েছে। তিনি বলেন, প্রতিদিন কিছু না কিছু টাকা দেওয়া হলেও গ্রাহকদের পুরো চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, কয়েক দশকের অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংক খাতের এ বিপর্যয়। খেলাপি ঋণ বৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৯৭ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬.৯৩ শতাংশ। অনিয়মের কারণ ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো এবং চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের অতিরিক্ত নিয়ন্ত্রণ তারল্য সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সরকার পতনের পর ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সংকটাপন্ন ব্যাংকগুলোর সমস্যা সমাধানে অন্যান্য ব্যাংকের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের অভাব এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমস্যা জটিলতর হয়েছে। একই সঙ্গে খেলাপি ঋণ পুনরুদ্ধার এবং তারল্য সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
তারল্য সংকট দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি করেছে। যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত পরিস্থিতি সামাল না দিলে অর্থনৈতিক কাঠামোর ওপর এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।
![ব্যাংক থেকে টাকা তুলতে গ্রাহক হয়রানি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)