ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৪ | ২:২০ পিএম
অনলাইন সংস্করণ
ব্লক মার্কেটে ১০ কোম্পানির শেয়ারে ঝড়!
৫ অক্টোবর, ২০২৪ | ২:২০ পিএম
![ব্লক মার্কেটে ১০ কোম্পানির শেয়ারে ঝড়!](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/05/20241005142051_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে সর্বোচ্চ পরিমাণে লেনদেন হয়েছে ১০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, ইসলামী ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল এবং আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে এই ১০ প্রতিষ্ঠানের মোট ৮৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭ কোটি ৫৯ লাখ টাকার। সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬১ টাকা ৫০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৯০ পয়সা।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি প্রতিষ্ঠানের মধ্যে- ইফাদ অটোসের ৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার এবং আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
![ব্লক মার্কেটে ১০ কোম্পানির শেয়ারে ঝড়!](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)