ঢাকা রবিবার, ৬ জুলাই, ২০২৫ - ১২:২১:১১ এএম

ভারত ও চীনের পণ্যে আবারও পাল্টা শুল্ক আরোপের হুমকি

২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৫০ পিএম

ভারত ও চীনের পণ্যে আবারও পাল্টা শুল্ক আরোপের হুমকি

ছবি: সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত এবং চীনের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গত শুক্রবার রাতে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ভারত যে হারে শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রও সেই হারে পাল্টা শুল্ক আরোপ করবে। তিনি আরও বলেন, এত দিন পাল্টা শুল্ক আরোপ করা হয়নি, তবে এবার ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে।

 

 

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। বাণিজ্য পরামর্শক সংস্থা জিটিআরআইয়ের মতে, বাণিজ্য চুক্তি না করে দুই দেশের শুল্ক ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। এতে ভারত কিছু পণ্য চিহ্নিত করে শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনবে এবং যুক্তরাষ্ট্রও সমান পরিমাণ পণ্যে শুল্ক প্রত্যাহার করবে।

 

 

এদিকে, ভারতের নীতি আয়োগের প্রধান নির্বাহী বিভিআর সুব্রামানিয়ামও ভারতের শুল্ক কমানোর পক্ষে মন্তব্য করেছেন। তবে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের দাবি, দুই দেশের মধ্যে ঘোষিত বাণিজ্য চুক্তি হবে "সেরা চুক্তি" (মাদার অব অল ডিলস)।

 

 

জিটিআরআইয়ের মতে, ভারতের উচিত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ৯০ শতাংশ শিল্পপণ্যে শুল্ক কমানো। তারা আরও দাবি করেছে, এ ধরনের শুল্ক কমানো বিশ্ববাণিজ্য সংস্থার নিয়মের বিরোধী হতে পারে, তবে এটি চুক্তির তুলনায় কম ক্ষতি করবে। চুক্তি করলে ভারতকে অনেক বেশি ছাড় দিতে হবে।

 

 

তবে, প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি পাল্টা শুল্ক আরোপ করে, তবে ভারতের বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হবে? ভারতীয় বিশেষজ্ঞরা এবং বিশ্বখ্যাত মান নির্ণয়কারী সংস্থাগুলি এ বিষয়ে দ্বিধাবিভক্ত। এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের মতে, ভারতীয় অর্থনীতি মূলত অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল হওয়ায়, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ভারতের ওপর বিশেষ প্রভাব ফেলবে না এবং আগামী দুই বছরে ভারতের প্রবৃদ্ধি ৬.৭% থেকে ৬.৮% হবে।

 

 

অন্যদিকে, গোল্ডম্যান স্যাক্স দাবি করেছে, ট্রাম্প প্রশাসন কী ধরনের শুল্ক আরোপ করবে, তার ওপর নির্ভর করবে ভারতের রপ্তানি কতটা ক্ষতিগ্রস্ত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস থেকে ছয় মাসের মধ্যে পাল্টা শুল্কের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন। সেই প্রতিবেদন সামনে এলেই জানা যাবে, ভারতের জন্য কতটা ঝামেলা অপেক্ষা করছে।

ভারত ও চীনের পণ্যে আবারও পাল্টা শুল্ক আরোপের হুমকি