ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভারত চাল রফতানি নিষেধাজ্ঞা শিথিল করতে পারে
২০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:০ এএম
![ভারত চাল রফতানি নিষেধাজ্ঞা শিথিল করতে পারে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/20/20240920094804_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বিশ্বে চালের শীর্ষ রফতানিকারক দেশ ভারত। দেশটিতে সম্প্রতি চালের মজুদ আগের তুলনায় বেড়েছে। এ কারণে দেশটির সরকার নন-বাসমতী চালের রফতানি নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে। বুধবার দেশটির খাদ্য সচিব সঞ্জীব চোপড়া সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সঞ্জীব চোপড়া বলেন, ‘স্থানীয়ভাবে ভারত সরকার চিনি ও ইথানলের দাম বাড়ানোর কথাও বিবেচনা করছে।’
চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার গত বছর নন-বাসমতী চালের রফতানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরবর্তী সময়ে চলতি বছরও তা অব্যাহত রাখে। ভারত গত সপ্তাহে কৃষকদের কথা বিবেচনা করে ও বিশ্বের অন্যান্য দেশে রফতানি বাড়াতে বাসমতী চাল রফতানিতে ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) বাতিল করে দেয়।
সরকারি সূত্রের দেয়া তথ্যানুযায়ী, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় দেশটির কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষকে (এপিইডিএ) গত শুক্রবার এমইপি ছাড়াই বাসমতী চালের রফতানি নিবন্ধন করার নির্দেশ পাঠিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায়, এপিইডিএ বাসমতী চালের রফতানি চুক্তিগুলো ‘ যেকোনো অবাস্তব মূল্য’ নজরদারি করবে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ১৫ সেপ্টেম্বর চালের ন্যূনতম রফতানি মূল্য টনপ্রতি ৯৫০ ডলার নির্ধারণ করে দিয়েছিল। সরকার প্রথমে এমইপি টনপ্রতি ১ হাজার ২৫০ ডলার নির্ধারণ করেছিল। পরে এটি কমিয়ে দেয়া হয়।
![ভারত চাল রফতানি নিষেধাজ্ঞা শিথিল করতে পারে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)