ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৫২:০৫ এএম

ভারত থেকে দেশে এলো ১০০ টন আতপ চাল

৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪০ এএম

ভারত থেকে দেশে এলো ১০০ টন আতপ চাল

ছবি: সংগ্রহীত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও ১০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। চালগুলো চট্টগ্রামের সালমা ট্রেডিংয়ের মালিক ও আমদানিকারক সামসুল আলম সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করেছেন। গত রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চালগুলো ভারত থেকে স্থলবন্দর হয়ে দেশে আসে।

 

 

এর আগে গত ২৬ নভেম্বর একই বন্দর দিয়ে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ১০০ টন আতপ চাল আমদানি করে। স্থলবন্দরটি মূলত পাথর আমদানির জন্য পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে চাল, গম, পেয়াজসহ অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রেও গুরুত্ব পাচ্ছে।

 

 

বাংলাবান্ধা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দূরত্বের কারণে এ স্থলবন্দর দিয়ে চাল আমদানি ব্যয়বহুল। তবে আমরা ভারতের এক্সপোর্টারদের সঙ্গে আলোচনা করছি, যাতে পণ্যের দাম কম রাখা হয় এবং আমদানিকারকরা লাভবান হন। এ ছাড়া বন্দরের নিরাপত্তা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে।

 

 

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন জানান, ভৌগোলিক অবস্থানগত কারণে এ স্থলবন্দরটি দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বন্দরটির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

 

 

পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান জানান, রোববার আমদানি করা ১০০ টন চালের মধ্যে ৭০ টন চাল বন্দর এলাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয়। বাকি ৩০ টন চাল সোমবার পরিবহনের মাধ্যমে আমদানিকারকের গুদামে পাঠানো হয়েছে।

 

 

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দুই দফায় চাল আমদানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের এ সাফল্য ভবিষ্যতে এ বন্দর দিয়ে অন্যান্য বাণিজ্যিক পণ্য আমদানির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ভারত থেকে দেশে এলো ১০০ টন আতপ চাল