ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:২০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভারতীয়দের ভিসা কমালো আরব আমিরাত
১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:২০ এএম
![ভারতীয়দের ভিসা কমালো আরব আমিরাত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/11/20241211093632_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতীয় নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রাপ্তি ক্রমেই কঠিন হয়ে উঠছে। দেশটির নতুন কঠোর ভিসানীতির ফলে ভিসা বাতিলের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
আগে যেখানে প্রায় ৯৯ শতাংশ ভারতীয় আবেদনকারী ভিসা পেতেন, বর্তমানে সেই হার কমে গেছে এবং ভিসা বাতিলের হার বেড়ে ছয় শতাংশে পৌঁছেছে। আগে এই হার ছিল মাত্র দুই শতাংশ।
নতুন নিয়মে আবেদনকারীদের জন্য বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হোটেল রিজার্ভেশনের প্রমাণ। ফ্লাইট এবং রিটার্ন টিকিট। শেষ তিন মাসের বেতন এবং ন্যূনতম ৫০ হাজার রুপির ব্যাংক স্টেটমেন্ট। প্যান কার্ড জমা দেওয়া। ব্যাংক ব্যালেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ইমিগ্রেশন পোর্টালে আপলোড।তবে এসব শর্ত পূরণ করেও অনেক ভারতীয় ভিসা পাচ্ছেন না।
নতুন নিয়মের কারণে ভিসা না পাওয়ার ফলে আবেদনকারীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকেই টিকিট এবং হোটেল বুকিংয়ের খরচ ফেরত পাচ্ছেন না। প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার জানিয়েছেন, নথি সঠিক থাকা সত্ত্বেও ভিসা বাতিল হওয়ায় আবেদনকারীরা হতাশ হচ্ছেন।
এই সংকট শুধু ভারতীয়দের জন্য নয়; অন্যান্য দেশের ভ্রমণকারীরাও নতুন নিয়মের কারণে ভিসা পেতে সমস্যায় পড়ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সংযুক্ত আরব আমিরাতের উচিত ভিসা প্রক্রিয়া সহজতর করা এবং আবেদনকারীদের আর্থিক ক্ষতির বিষয়ে নজর দেওয়া। একইসঙ্গে আবেদনকারীদের উচিত ভিসা আবেদন করার আগে সব শর্ত পূরণ নিশ্চিত করা।
এই কঠোর নীতির ফলে ভ্রমণ খাত এবং সংশ্লিষ্ট সেক্টরগুলোর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
![ভারতীয়দের ভিসা কমালো আরব আমিরাত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)