ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১০ পিএম
![ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/04/20250204113300_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাসরত ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। সম্প্রতি একটি সামরিক বিমান, সি-১৭, ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে কতজন ভারতীয় অভিবাসী বিমানে আছেন, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নথিবিহীন অভিবাসীদের বিতাড়িত করার অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ভারত ছাড়া এর আগে গুয়েতেমালা, পেরু, হুন্ডুরাস এবং ব্রাজিল থেকেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে মার্কিন বিমানে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় নথিপত্রহীন অভিবাসীদের ফেরত নিতে যুক্তরাষ্ট্রের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়েছে। গত জানুয়ারিতে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই সিদ্ধান্ত জানিয়েছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভারত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আগ্রহী। এই সহযোগিতার ফলে ভারতীয় অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হয়ে গেছে।
এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সূত্রমতে, মোদি ১২ ফেব্রুয়ারি ফ্রান্স সফর শেষে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এবং সেখানে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এই সময়ে তিনি আমেরিকান কর্পোরেট নেতৃবৃন্দ এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।
গত সপ্তাহে ট্রাম্প বলেছেন, "মোদি ও আমি দীর্ঘ সময় আলোচনা করেছি এবং সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।"
- ট্যাগ সমূহঃ
- ভারতীয়
- অবৈধ
- অভিবাসীদের
- ফেরত পাঠাচ্ছে
- যুক্তরাষ্ট্র
![ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)