ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৭:০৩:০০ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৭ পিএম

অনলাইন সংস্করণ

ভারতে আরো ১১৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৭ পিএম

ভারতে আরো ১১৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্র অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগে ভারতের আরো ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা এই ১১৯ জন যাত্রী নিয়ে দ্বিতীয় মার্কিন সামরিক বিমান সি-১৭ গ্লোবমাস্টার অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রীদের মধ্যে বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা।

 

 

এটা ছিল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় ভারতের অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা। এর আগে, ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়, যাদের শিকল দিয়ে বেঁধে, হাতকড়া পরিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় ভারতে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

 

 

দ্বিতীয় দফায় ফেরত আসা ১১৯ জনের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তর প্রদেশের, ২ জন গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের, ১ জন হিমাচল প্রদেশের এবং ১ জন জম্মু ও কাশ্মীরের নাগরিক। বেশিরভাগ পরিবার তাদের ফেরত আসা অভিবাসীদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিল।

 

 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অমৃতসর বিমানবন্দর পরিদর্শনকালে জানান, তার সরকার ফেরত পাঠানো পাঞ্জাবের বাসিন্দাদের তাদের নিজ শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। অন্যান্য রাজ্য থেকে আসা নির্বাসিতরা রোববার (১৭ ফেব্রুয়ারি) একটি বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে তাদের নিজ নিজ স্থানগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেন। এর পর থেকেই যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এ প্রক্রিয়া চলমান রয়েছে।

ভারতে আরো ১১৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র