ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৩১:০২ এএম

ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু, শিগগিরই কমতে পারে দাম

১৯ নভেম্বর, ২০২৪ | ৯:৪ এএম

ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু, শিগগিরই কমতে পারে দাম

ছবি: সংগ্রহীত

ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ বাজারে আসার ফলে আগামী কয়েক সপ্তাহে দেশটির বাজারে পেঁয়াজের দাম কমতে পারে বলে জানিয়েছেন ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বর্তমানে ভারতীয় বাজারে পেঁয়াজের গড় খুচরা মূল্য প্রতি কেজি ৫৪ রুপি।

 

 

সরকারি ভর্তুকির মাধ্যমে দিল্লি-এনসিআরসহ বিভিন্ন ভোক্তা কেন্দ্রে সংরক্ষিত পেঁয়াজ ৩৫ রুপি কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে এক মাসে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। উত্তর প্রদেশে পেঁয়াজের দাম ৫১ দশমিক ৩৬ রুপি, বিহারে ৫৬ দশমিক ১১, মধ্যপ্রদেশে ৪৯ দশমিক ১৮ এবং রাজস্থানে ৪৭ দশমিক ৫৭ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 

সরকারি মজুদের পেঁয়াজ প্রথমবারের মতো রেলপথে বড় শহরগুলোতে পৌঁছানো হচ্ছে। গত কয়েক সপ্তাহে রেলপথে প্রায় ৪ হাজার ৮৫০ টন পেঁয়াজ দিল্লি, চেন্নাই এবং গুয়াহাটিতে সরবরাহ করা হয়েছে। দিল্লিতে সরবরাহ হয়েছে সর্বাধিক, ৩ হাজার ১৭০ টন।

 

কর্মকর্তারা জানিয়েছেন, খরিপ মৌসুমে বপনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সরবরাহ বাড়বে এবং দাম আরো কমবে।

ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু, শিগগিরই কমতে পারে দাম