ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৮:৩৭ এএম

ভারতের দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড

১৪ ডিসেম্বর, ২০২৪ | ২:২১ পিএম

ভারতের দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড

ছবি: সংগ্রহ

সুইজারল্যান্ড ভারতকে দেওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুসারে ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) সুবিধা বাতিল করেছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে এই সুবিধা স্থগিত করা হবে বলে সুইস ফাইন্যান্স বিভাগ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগে নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে।


বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও দেশ যদি অন্য কোনও দেশকে এমএফএন মর্যাদা দেয়, তবে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতদিন ভারতীয় কোম্পানিগুলো সুইজারল্যান্ডে রফতানি ও বিনিয়োগের ক্ষেত্রে কম করহারসহ বিভিন্ন সুবিধা পেয়ে আসছিল।


২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট একটি রায়ে জানিয়েছিল, ভারতীয় আয়কর আইনের ৯০(১) ধারা অনুযায়ী, কোনও প্রজ্ঞাপন ছাড়া ‘দ্বৈত কর নিরসন চুক্তি’ কার্যকর করা যাবে না। এই রায়ই মূলত সুইজারল্যান্ডের সিদ্ধান্তের পথ প্রশস্ত করেছে।

 

সুইস ফাইন্যান্স বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, প্রজ্ঞাপন ছাড়া ভারতকে আর এমএফএন সুবিধা দেওয়া হবে না। এর ফলে উৎসে করের হার ৫ শতাংশ থেকে আবারও ১০ শতাংশে ফিরে যাবে, যা ২০২১ সালে কমানো হয়েছিল।


বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারতের পণ্য রফতানি ও সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত ও অন্য যে কোনও তৃতীয় ওইসিডি (অরগানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) দেশের মধ্যে প্রযুক্তি ফি, সুদ, রয়্যালটি ইত্যাদির ক্ষেত্রে যে কম করহার প্রযোজ্য হয়, তা আর সুইজারল্যান্ডের জন্য প্রযোজ্য হবে না।


সুইস কোম্পানি, বিশেষ করে নেসলের মতো সংস্থাগুলো, ইতিমধ্যে ভারতীয় শীর্ষ আদালতের এই রায়ের সঙ্গে যুক্ত। নতুন নিয়মের ফলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সহযোগিতায় চ্যালেঞ্জ তৈরি হবে। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।


সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি বড় ধাক্কা। ভবিষ্যতে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার প্রয়োজন হতে পারে।

 

ভারতের দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড