ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৪ | ১১:৪ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভারতের ব্যাংকে সাইবার হামলা গায়েব সাড়ে ১৬ কোটি রুপি
১৭ জুলাই, ২০২৪ | ১১:৪ এএম
![ভারতের ব্যাংকে সাইবার হামলা গায়েব সাড়ে ১৬ কোটি রুপি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/07/17/20240717110448_original_webp.webp)
ভারতের একটি ব্যাংকে সাইবার হামলা চালিয়ে ১৬ কোটি ৫০ লাখ রুপি হাতিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা। দেশটির নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখায় এই সাইবার হামলা চালানো হয়; এরপর ৮৯টি বিভিন্ন হিসাবে এই অর্থ স্থানান্তর করা হয়।
আরও পড়ুন
হ্যাকাররা নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখা ব্যবস্থাপকের আইডি চুরি করে ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থায় ঢুকে গত ১৬ থেকে ২০ জুনের মধ্যে ১৬ কোটি ৫০ লাখ রুপি হাতিয়ে নেয়।
ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক সুমিত কুমার শ্রীবাস্তব পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। অভিযোগে তিনি বলেন, জুনের হিসাব মেলানোর সময় এই সাইবার চুরির বিষয়টি নজরে আসে। নগত ১৭ জুন আরটিজিএস ব্যবস্থার নিয়মিত নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিন কোটি ৬০ লাখ ৯৪ হাজার রুপির গরমিল রয়েছে। টানা কয়েক দিন নিরীক্ষার পর আরও বেশি অর্থের গরমিল ধরা পড়ে। এরপর দেখা যায়, মোট ১৬ কোটি ৫০ লাখ রুপির গরমিল রয়েছে।
ডিজিটাল লেনদেন যত বাড়ছে, জালিয়াতিও তত বাড়ছে। সেই সঙ্গে নৈনিতাল ব্যাংকের মতো প্রাতিষ্ঠানিক পর্যায়েও এমন হ্যাকিং হচ্ছে। সাইবার হামলার আশঙ্কা থাকায় ব্যাংকগুলোকে সতর্ক করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
- ট্যাগ সমূহঃ
- রুপি
- সাইবার হামলা
![ভারতের ব্যাংকে সাইবার হামলা গায়েব সাড়ে ১৬ কোটি রুপি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)