ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৪৯:০০ এএম

ভারতের মনিপুর অস্থির: মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও বিক্ষোভকারীরা

১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৫২ এএম

ভারতের মনিপুর অস্থির: মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও বিক্ষোভকারীরা

ছবি: সংগ্রহীত

মণিপুরে রাজনৈতিক অস্থিরতা নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে হামলার পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে এবং সাতটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

 

২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া মণিপুরের সংঘাতমূলক পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত হয় গত সপ্তাহে কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে। এই সংঘর্ষে ১০ জন নিহত হন এবং ৮ মাসের শিশুসহ ৬ জন নিখোঁজ হন। শুক্রবার একটি নদী থেকে তাদের মরদেহ উদ্ধার হওয়ার পরই রাজ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।

 

 

শনিবার সকালেই মণিপুরের তিনজন মন্ত্রী ও ছয়জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। বিকেলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে চড়াও হয় বিক্ষোভকারীরা। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে।

 

 

এই অস্থিরতার মধ্যে প্রশাসন দ্রুত ইম্ফলে কারফিউ জারি করে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখতে মণিপুরের সাতটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

 

 

মণিপুরের এই অস্থিরতা উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে রাজ্যটি আন্তর্জাতিক মনোযোগও আকর্ষণ করছে।

 

 

 

ভারতের মনিপুর অস্থির: মুখ্যমন্ত্রীর বাড়িতে চড়াও বিক্ষোভকারীরা