ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:২১:০৩ এএম

ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব পেল ইবিএল

২৩ ডিসেম্বর, ২০২৪ | ৫:৯ পিএম

ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব পেল ইবিএল

ছবি: সংগ্রহ

বাংলাদেশে প্রথমবারের মতো ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসা ন্যাশনাল নেট সেটলমেন্ট সার্ভিসের (NNSS) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে। আজ সোমবার ইবিএলের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি কৌশলগত পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভূটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

 


এই চুক্তির আওতায়, ইবিএল ভিসা কার্ডের লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রায় আন্তঃব্যাংক নিষ্পত্তি পরিচালনা করবে। ভিসা এনএনএসএস ফ্রেমওয়ার্কে অন্তর্ভুক্ত ইস্যুইং এবং একুয়ারিং ব্যাংকগুলোর মধ্যে ফান্ড সেটলমেন্ট অপারেশন্স ব্যবস্থাপনার দায়িত্বেও থাকবে ইবিএল। এর ফলে, অভ্যন্তরীণ আর্থিক অপারেশনে দক্ষতা বাড়বে এবং লেনদেন আরও দ্রুত ও নির্ভরযোগ্য হবে। ফলে ভোক্তা, মার্চেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে।

 


ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো দেশে ভিসার সেবা ও ডিজিটাল পেমেন্ট আরও সম্প্রসারিত করা। ইবিএলকে আমাদের পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। ইবিএল’র দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা ভিসার ওপর নির্ভরশীল ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য উন্নত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা প্রদান করতে পারবো।”

 


ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “বাংলাদেশে আন্তঃব্যাংক নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং এজেন্ট হিসেবে প্রথম স্থানীয় ব্যাংক হিসেবে ভিসার আস্থা অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই পার্টনারশিপ ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকেও আরও শক্তিশালী করবে।”

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ব্যবসা প্রধান সৈয়দ জুলকার নায়েন, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং অপারেশন্স প্রধান মুঈদ হাসনাইন, আঞ্চলিক শাখা প্রধান ফারজানা আলী এবং কমিউনিকেশনস প্রধান জিয়াউল করিমসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিসার পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক আশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

 

এই পার্টনারশিপ দেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভিসা এনএনএসএস এজেন্টের দায়িত্ব পেল ইবিএল