ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ভেষজ পরিপূরক উৎপাদনে স্বনির্ভর ইরান
৬ জানুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম
![ভেষজ পরিপূরক উৎপাদনে স্বনির্ভর ইরান](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/06/20250106154034_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গবাদি পশু এবং হাঁস-মুরগির জন্য ভেষজ পরিপূরক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সফল হয়েছেন ইরানের একটি ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানির গবেষকরা।
গবাদি পশু এবং হাঁস-মুরগির জন্য ভেষজ পরিপূরক উৎপাদন করে এই দক্ষ দেশীয় জ্ঞান-ভিত্তিক কোম্পানিটি স্বাস্থ্যকর, অ্যান্টিবায়োটিক-মুক্ত মুরগির গোসত উৎপাদনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং উৎপাদন খরচ কমাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
জ্ঞান-ভিত্তিক সংস্থাটি ২০২১ সালে ব্রয়লারের জন্য স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে প্রতিষ্ঠিত হয় এবং এই পর্যন্ত ছয়টি কৌশলগত পণ্য উৎপাদন করে মুরগির উৎপাদন চক্র থেকে রাসায়নিক এবং আমদানিকৃত ওষুধ অপসারণের সাথে সামঞ্জস্যপূর্ণ কার্যকর পদক্ষেপ নিয়েছে।
![ভেষজ পরিপূরক উৎপাদনে স্বনির্ভর ইরান](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)