ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৫:৪৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৪ | ৫:৩০ এএম

অনলাইন সংস্করণ

ভোজ্যতেল আমদানিতে শুল্ক ও ভ্যাট কমলো

২৪ অক্টোবর, ২০২৪ | ৫:৩০ এএম

ভোজ্যতেল আমদানিতে শুল্ক ও ভ্যাট কমলো

ছবি: সংগ্রহ

আমদানি পর্যায়ে ভোজ্যতেলের ওপর বিদ্যমান শুল্ক ৫ শতাংশ কমানো এবং ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

 

এর আগে দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে ব্যবসায়ী নেতারা ভোজ্যতেল আমদানিতে বিদ্যমান শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেন। এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

সর্বশেষ চলতি বছরের ১৮ এপ্রিল সয়াবিন তেল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। বিশ্ববাজারে গত কয়েক মাস ধারাবাহিকভাবে ভোজ্যতেলের দাম বেড়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্য ১৪ দশমিক ৮ শতাংশ এবং আরবিডি পাম তেলের মূল্য ১৮ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন।ৃ

ভোজ্যতেল আমদানিতে শুল্ক ও ভ্যাট কমলো