ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ভোজ্যতেল সংকট অব্যাহত, দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি
২৬ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৩ এএম
ছবি: সংগ্রহ
বাংলাদেশে ভোজ্যতেলের সংকট যেন কাটছেই না। সরকার দাম বাড়ানোর পরও সরবরাহের অভাব রয়েছে, বিশেষ করে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের জন্য ক্রেতাদের প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক দোকানিরা বলছেন, তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি, যদিও পাইকারি পর্যায়ে তেলের দাম কিছুটা কমেছে।
বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়, আর পাঁচ লিটারের তেলের দাম ৮৫০-৮৫৫ টাকা। প্রায় দুই মাস আগে সরকার সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও কৃত্রিম সংকটের কারণে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। খুচরা বিক্রেতারা জানাচ্ছেন, সয়াবিন তেলের চাহিদা মেটানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ নেই, যার ফলে খোলা তেল লিটার প্রতি ১৮০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
মধুবাগ বাজারের দোকানি তানভির জানান, গত দুই-তিন মাস ধরে তেল সরবরাহ পাচ্ছেন না। তিনি বলেন, "অর্ডার দিয়েও তেল পাচ্ছি না। দাম এক দফা বেড়েছে, তবুও সরবরাহ স্বাভাবিক হয়নি। রমজান সামনে রেখে তেলের দাম আরও বাড়ানোর চেষ্টা চলছে।"
কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জাহাঙ্গীর যদিও বলেন, "সয়াবিন তেলের সংকট নেই, দাম বৃদ্ধির পর থেকে সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বোতলজাত তেলের সরবরাহ এখনও কম।" অন্যদিকে, বাজারে তেল কিনতে আসা ক্রেতারা বলছেন, তাঁরা দামে বাড়িয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য বিপদজনক হয়ে উঠেছে।
এদিকে, গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বেড়ে ১৭৫ টাকা হয়েছে, আর খোলা তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে ১৫৭-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তেল সংকট নিরসনের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও, এখনও বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সয়াবিন এবং পাম তেলের ওপর কিছু শুল্ক-কর ছাড় দেয়ার পরেও পরিস্থিতি বদলায়নি।
ক্রেতা ও বিক্রেতা উভয়ই দাবি করছেন, ভোজ্যতেলের বাজারের বর্তমান পরিস্থিতি সরকারের নজরদারির দাবি জানাচ্ছে, যাতে সংকট দ্রুত সমাধান হয় এবং খুচরা বাজারে দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা যায়।
- ট্যাগ সমূহঃ
- ভোজ্যতেল সংকট
- সরবরাহ
- স্বাভাবিক হয়নি