ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৫:২৬ এএম

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, বাজারে সংকট ও ক্রেতাদের ভোগান্তি অব্যাহত

৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৪ এএম

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, বাজারে সংকট ও ক্রেতাদের ভোগান্তি অব্যাহত

ছবি: সংগ্রহীত

দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব আবারও এসেছে। গত ৯ ডিসেম্বর লিটারে ৮ টাকা বাড়ানোর পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ১০ জানুয়ারির মধ্যে মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।

 

 

সয়াবিন তেলের বাজারে সংকট এখনও কাটেনি। বিশেষ করে এক লিটারের বোতলের সরবরাহ প্রায় নেই। বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরকার নির্ধারিত দামে পণ্য সরবরাহ করছে না কোম্পানিগুলো। খুচরা পর্যায়ে এক লিটার সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা যাচ্ছে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

সর্বশেষ মূল্য তালিকা (৯ ডিসেম্বর, ২০২৪):

  • বোতলজাত সয়াবিন তেল (প্রতি লিটার): ১৭৫ টাকা
  • খোলা সয়াবিন তেল (প্রতি লিটার): ১৫৭ টাকা
  • পাঁচ লিটারের বোতলজাত তেল: ৮৬০ টাকা

 

 

ভোক্তারা অভিযোগ করেছেন, কিছু ব্যবসায়ী বোতলজাত তেল কেটে খোলা তেলের দামে বিক্রি করছেন। এতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। বাজারে সঠিক সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।

 

 

  • সিন্ডিকেটের প্রভাব: চাক্তাই-খাতুনগঞ্জের আমদানিকারকরা তেলের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
  • ডলার সংকট: ডলার সংকটের কারণে আমদানি কমেছে। বিশ্ববাজারেও তেলের দাম বাড়ায় আমদানির খরচ বেড়েছে।

 

 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেছেন, "সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও অভ্যন্তরীণ বাজারে সে অনুযায়ী সমন্বয় হয় না।"

 

 

ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট ও দাম বাড়ানোর প্রবণতা ভোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে। সরকার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে বাজারে স্থিতিশীলতা আসছে না। সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে জরুরি উদ্যোগ প্রয়োজন।

ভোজ্যতেলের দাম বাড়ানোর পাঁয়তারা, বাজারে সংকট ও ক্রেতাদের ভোগান্তি অব্যাহত