ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ
ভ্যাট ও কর বৃদ্ধি মূল্যস্ফীতি উসকে দেবে: ডিসিসিআই
১২ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৮ এএম
ছবি: সংগ্রহ
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, সরকার পণ্যের ওপর কর এবং ভ্যাট আরোপের সিদ্ধান্ত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই নেয়। এর ফলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ আরও চাপে পড়বে।
মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ১০০টিরও বেশি পণ্য এবং সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে, যার মধ্যে ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেটসহ বিভিন্ন পণ্য রয়েছে। এর ফলে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে এবং এর প্রভাব এখন থেকেই ভোক্তার ওপর পড়তে শুরু করেছে।
তাসকীন আহমেদ আরও বলেন, "স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা না করে কর আরোপ করা হয়েছে, যা মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।" তিনি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি, মানি মার্কেটের সংকট এবং ব্যাংকিং সেক্টরের অস্বস্তির মধ্যে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ অর্থনীতির জন্য ক্ষতিকর।
এদিকে, গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। ডিসিসিআই সভাপতি জানান, গ্যাসের দাম বাড়ানোর ফলে শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বাড়বে, যা দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলবে।
তাসকীন আহমেদ সতর্ক করে বলেন, "এসব সিদ্ধান্ত গ্রহণের ফলে মূল্যস্ফীতির চাপ বাড়বে এবং দেশের অর্থনীতি আরও কঠিন পরিস্থিতিতে পড়বে।"
- ট্যাগ সমূহঃ
- ভ্যাট
- কর বৃদ্ধি
- মূল্যস্ফীতি
- উসকে দেবে