ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৫ | ৩:১ পিএম
অনলাইন সংস্করণ
ভ্যাট বাড়ানোর প্রভাব নিত্যপণ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা
২ জানুয়ারি, ২০২৫ | ৩:১ পিএম
![ভ্যাট বাড়ানোর প্রভাব নিত্যপণ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/02/20250102150026_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হোটেল, রেস্তোরাঁ এবং পোশাকসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ বৃদ্ধি করেছে। তবে এই সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত জানান।
অর্থ উপদেষ্টা বলেন, "এই ভ্যাট বৃদ্ধির উদ্দেশ্য শুধুমাত্র রাজস্ব বৃদ্ধি করা, এটি কোনো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্ত পূরণের জন্য নয়। সাধারণ মানুষের ওপর কোনো বাড়তি চাপ সৃষ্টি হবে না। তিন তারকা মানের ওপরে থাকা হোটেলগুলোতে কর বৃদ্ধি করা হয়েছে, তবে সাধারণ মানের হোটেল ও রেস্তোরাঁর ক্ষেত্রে কোনো ভ্যাট বাড়ানো হয়নি।"
ড. সালেহউদ্দিন নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "ব্যাংক খাতকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে। এছাড়া, আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।"
এনবিআর সূত্রে জানা গেছে, পোশাক খাতসহ অন্যান্য সেবা খাতেও নতুন এই ভ্যাট কাঠামো প্রভাব ফেলবে। তবে এসব পরিবর্তন নিত্যপণ্যের বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদেরা মনে করছেন, এই ভ্যাট বৃদ্ধির উদ্যোগ রাজস্ব ঘাটতি কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে সরকারের আয় বাড়াতে সহায়ক হবে।
![ভ্যাট বাড়ানোর প্রভাব নিত্যপণ্যে পড়বে না: অর্থ উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)