ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:০১:৩১ পিএম

ভ্যাটের পর এবার আয়করের আওতা বাড়াচ্ছে এনবিআর

৫ জানুয়ারি, ২০২৫ | ২:২২ পিএম

ভ্যাটের পর এবার আয়করের আওতা বাড়াচ্ছে এনবিআর

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়করের আওতা বৃদ্ধির লক্ষ্যে তারা নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। এনবিআর বলছে, আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ধারাবাহিকতায় বেশ কিছু অব্যাহতি বিধান বাতিল ও সংশোধন করা হয়েছে। পাশাপাশি আরও কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে যা আগামী দিনে রাজস্ব সংগ্রহ বাড়াতে সহায়তা করবে।

 


এনবিআর জানায়, তারা সম্প্রতি ভ্যাট বৃদ্ধি সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়বে না। এনবিআর বলেছে, "যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে, তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই, তাই এগুলোর মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।"

 


এনবিআর জানিয়েছে, আয়কর অব্যাহতির কিছু বিধান বাতিল করার মাধ্যমে আয়কর ব্যবস্থার সংস্কার শুরু হয়েছে। আয়কর থেকে অব্যাহতির সংস্কৃতি ধীরে ধীরে বন্ধ করে দিয়ে সরকারের রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

 


এনবিআর আরও জানিয়েছে, গত চার মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্যতেল এবং কীটনাশকের উপর শুল্ক, ভ্যাট ও আয়কর ছাড় দেওয়া হয়েছে। এর ফলে এগুলোর বাজারে সরবরাহ বৃদ্ধি এবং মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হলেও, রাজস্ব আদায় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

 

 

এনবিআর বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি না হলে বাজেট ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে।

 

 

এনবিআর জানিয়েছে, তারা ২০২৪-২০২৫ অর্থবছরের মধ্যবর্তী সময়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ভ্যাট, সম্পূরক শুল্ক, এবং আবগারি শুল্কের হার ও পরিমাণ যৌক্তিকীকরণের পদক্ষেপ নিতে যাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের রাজস্ব সংগ্রহের সক্ষমতা বাড়ানো এবং এসডিজি (টেকসই উন্নয়ন অভীষ্ট) বাস্তবায়ন ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে।

 

 

এনবিআর দাবি করছে, এই পদক্ষেপগুলো কার্যকর হলে বাংলাদেশের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভ্যাটের পর এবার আয়করের আওতা বাড়াচ্ছে এনবিআর